Home Posts tagged Poem
শিল্প সাহিত্য

আবদুর রাজ্জাকের যদি দেখা হয় কখনও

যদি দেখা হয় কখনও -আবদুর রাজ্জাক ইচ্ছে ইচ্ছে এই হৃদয়, তুমিই নিয়ে গেলে, অবশেষে। যেতে যেতে নিজেকে আড়াল করেছো সসম্ভ্রমে, যেনো ওই পোড়ামুখ না দেখি আবার। ফরিদাবাদ কি ধূপখোলা মাঠ থেকে বেশী দূর? শহীদ কাদরীর বাড়ি থেকেও দূরে? যদি একবার দেখা হয়, যদি তুমি ইচ্ছে পথেই রয়ে যাও, আমি যাবো, সীমাহারা অন্য পথে,
শিল্প সাহিত্য

দাউদুল ইসলামের জেগে থাকুক প্রেমিকপ্রবর

 জেগে থাকুক প্রেমিকপ্রবর -দাউদুল ইসলাম। যার সাথে আমার জন্ম জন্মান্তরের প্রেম তার নামেই আমি লিখে দিয়েছি অন্তর-অভ্যন্তর, বুকের হেরেম স্বর্ণালোকে জাগিয়ে রেখেছি স্বপ্ন- নিরন্তর… বাঁকের শাঁখে শাঁখে মন্থর ধ্বনি, অতলে প্রাণেশ্বর স্পর্শের নিবিড় গন্ধ শুঁখে শুঁখে প্রজাপতিরা চিনে ফুলের ধর্ম মর্ম মহিমা মেখে মেখে জোয়ারের জন্য প্রস্তুত হয় মদিরা বর্ণ স্রোত; যেখানে ক্ষণে ক্ষণে রচিত