‘ময়নার ইতিকথা’ ছবিতে নাম ভূমিকায় সানাই

বিএনএন ৭১ ডটকম
বিনোদন ডেস্ক: অল্প সময়ে বেশ কিছু ছবিতে চুক্তিবদ্ধ হন চলচ্চিত্রের নতুন মুখ সানাই। তবে এরমধ্যে একটি ছবির কাজ সম্প্রতি শেষ করেছেন তিনি। ছবির নাম ‘ময়নার ইতিকথা’। আহমেদ ইউসুফ সাবেরের রচনায় এটি পরিচালনা করেছেন বাবু সিদ্দিকী। এরইমধ্যে গাজীপুরের হোতাপাড়ায় এ ছবির কাজ শেষ করেছেন সানাই। তিনি জানান, বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পরও নানা কারণে সেগুলোর কাজ এখনো শুরু হয়নি।
তবে সম্প্রতি ‘ময়নার ইতিকথা’ ছবির কাজ শেষ করলাম। এ ছবিতে একজন অন্ধ মেয়ের চরিত্রে দেখা যাবে আমাকে। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছি। আশা করি, এটি দর্শক পছন্দ করবেন। লাইফ গোল্ড মিডিয়া প্রোডাকশন হাউজের ব্যানারে এ ছবিতে আরো অভিনয় করেছেন সাগর, রাসেল মিয়া প্রমুখ।