ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

বিএনএন ৭১ ডটকম
সোনারগাঁ (নারায়ণগঞ্জ): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর থেকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এ যানজট প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ও মেঘনা টোল প্লাজা এলাকায় ধীরগতিতে টোল আদায় ও ছুটির দিনে অতিরিক্ত পন্যবাহী গাড়ির চাপ ও সড়কের গাড়ি বিকল হওয়ার কারনে এ যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকা পরা যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাইয়ুম আলী সরদার জানান, শুক্রবার ছুটির দিন থাকায় মহাসড়কে বাড়তি গাড়ির চাপ ছিল। অপরদিকে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসবের কারনে এ যানজটের সৃষ্টি হয়। এছাড়া মেঘনা টোল প্লাজায় টোল আদায়ে ধীর গতির কারনে এ যানজট দীর্ঘ হয়।
এনা পরিবহনের বাসচালক জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেঘনা ব্রীজে দু’টি গাড়ি নষ্ট হওয়ায় কাঁচপুর থেকে যানজট দীর্ঘ হতে থাকে। ফলে মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপ সৃষ্টি হয়ে দীর্ঘ যানজটে পরিণত হয়।